অস ও ক্ষমতালোভী রাজনীতির কারনে দেশের চলমান সংকট- মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দেশের অর্থনীতি, শিক্ষা ব্যাবস্থা সহ সকল কিছু ভেঙ্গে পড়েছে। মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। আইন-শৃংখলা বাহিনীর নামে লোক-জনকে উঠিয়ে নিয়ে ঘুম করা হচ্ছে। তাদের কোন হদিস পাওয়া যাচ্ছেনা। এভাবে কোন দেশ চলতে পারে না। দেশের এত আইন-শৃংখলা বাহিনী থাকা সত্বেও নিখোঁজ ব্যাক্তিদের সন্ধান দিতে পারছেনা। দেশের মানুষের জিজ্ঞাসা এত আইন-শৃংখলা বাহিনী দিয়ে যদি দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয় তাহলে তাদের কাজ কী?
তিনি আরো বলেন, দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যাক্তিদের দায়িত্বশীল বক্তব্য জাতি আশা করে। সুতরাং এমন বক্তব্য না দেওয়া যার কারণে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয় এবং ভিন্ন মতের লোকদেরকে উস্কানী দেওয়া হয়।
মাওলানা মাহফুজুল হক বলেন চলমান দেশের পরিস্থিতির জন্য দেশের অসৎ ও ক্ষমতালোভী রাজনীতিবিদরাই দায়ী। দেশের ও মানুষের কথা ভেবে সরকার ও বিরোধী জোটের উচিত সমাধানে পেীছা। না হয় জাতি আপনাদের ক্ষমা করবেনা।
তিনি গত ১৫ মার্চ বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা বদিউজ্জামান, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আজিজ, সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল হক সিরাজী, সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য