আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে মনে হয় দেশে যেনো সরকার নেই
ঢাকা, ০৪ জুন ২০১৪ ইং : বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর শায়খুল হাদীস মাওলানা নেজাম উদ্দীন বলেছেন, আল্লাহ ও রাসূল সা. এর বিধান বাদ দিয়ে মানুষের বানানো মতবাদ দিয়ে মানুষের শান্তির আশা করা যায় না। আজ দেশের প্রতিটি প্রান্তে রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ খুন ও গুমের শিকার হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এসব দেখে মনে হয় দেশে যেনো সরকার নেই। এ সকল পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে মুসলমানদের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।
তিনি আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে অবমুল্যায়নের কারণে তরুণ প্রজন্ম দিনদিন অশ্লীলনতা ও বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে। সকল শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা বাধ্যতামুলক করা এবং মাদরাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ছোট খাটো মতানৈক্য ভূলে গিয়ে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে খেলাফত প্রতিষ্ঠার কাজ করে যেতে হবে। দেশের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীলদের আল্লাহ ভীতি রেখে কার্যক্রম আঞ্জাম দিয়ে যেতে পারলে দুর্নীতির মহামারিতে জাতিকে পড়তে হবে না।
তিনি আজ বিকাল ৪ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের বাহুবল উপজেলা শাখার উদ্যোগে বাহুবল বাজার মাঠে আয়োজিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মজলিস নেতা মাওলানা শিহাব উদ্দিন সাকিবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাসিত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ আজাদ এর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন আহমদ। আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, হবিগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আনোয়ার আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নোমান আহমদ প্রমূখ।
সাম্প্রতিক মন্তব্য