আওয়ামীলীগ আজ গায়ের জোরে পুলিশ বাহিনী দিয়ে দেশ চালাচ্ছে-মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আজ দেশে সর্বত্রই অশান্তি বিরাজ করছে। আওয়ামীলীগ আজ গায়ের জোরে পুলিশ বাহিনী দিয়ে দেশ চালাচ্ছে। জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে। বিরোধী দলের আন্দোলন কে মূল্যায়ন করছেনা। তিনি বলেন বাংলাদেশে একমাত্র কুরআনের শাসন ব্যবস্থাই পারে শান্তি কায়েম করতে। তিনি আরো বলেন, সরকারকে দেশের সংঘাতময় অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই সংলাপ করতে হবে।
তিনি গতকাল ২৪ মার্চ বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্তকথাগুলো বলেন।
জেলা সভাপতি মাও. ইসমাইল নূরপুরীর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক ভূঞা, সহ-সভাপতি মাও. তাজুল ইসলাম, হাফেজ মাও. ইলিয়াছ শেরপুরী, হাফেজ মাও. তাজুল ইসলাম, মাও. সুলতানুদ্দিন নূরী, মাও. আবদুন নূর, মাও. ইলিয়াছ, সাধারণ সম্পাদক,মাওলানা ইলিয়াছ ও মাও. ওয়ালী উল্লাহ্ সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ।
সাম্প্রতিক মন্তব্য