আমীরে মজলিস ও মহাসচিবের বাজেট প্রতিক্রিয়াঃএবাজেট ঋণ নির্ভর উচ্চাবিলাসী, সাধারণ মানুষের কল্যাণে হবে না

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, অর্থমন্ত্রীর বিশাল বাজেট ঋণনির্ভর উচ্চাবিলাসী। এতে সাধারন মানুষের জন্য কোনো সুখবর নেই। নেতৃদ্বয় বলেন, আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় তিন ভাগের একভাগ কমলেও তার সুফল ভোক্তাদের পৌঁছে দেয়ার প্রস্তাবনা বাজেটে নেই। অপরদিকে প্রতিবারের ন্যায় এবারও কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়ে পরোক্ষভাবে দুর্নীতিবাজদের উৎসাহিত করা হলো। বাজেটে জনগণের উপর করের যে বোঝা চাপানো হবে, তাতে জনগণকে চরমভাবে নিস্পেষিত হবে। সংবাদপত্রের উপর রেয়াত প্রত্যাহার ও নতুন করে কর আরোপ করা দেশের সংবাদপত্রের বিকাশের জন্য হুমকী। প্রস্তাবিত ঘাটতি বাজেটে উচ্চ সুদে বিপুল পরিমাণ দেশী-বিদেশী ঋণ নেয়ার প্রস্তাব থাকায় এই সুদের বোঝা সাধারণ জনগণের উপরই বর্তাবে।
নেতৃদ্বয় আরো বলেন, যতদিন পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত যত বড় বাজেটই পেশ করুক না কেন তা দেশের জনগণের কল্যাণে না হয়ে সরকারী মহলকে লালন করবে।