আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক

মুক্ত আওয়াজ : উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,আল্লামা জুনায়েদ বাবুনগরী ইলমে হাদিসের একজন নিবেদিত খাদেম ছিলেন। আমৃত্যু ইলমে দ্বীনের মহান খিদমত আন্জাম দিয়ে গেছেন। তিনি ছিলেন উম্মাহর দরদী একজন আপসহীন অভিভাবক। তার ইন্তেকালে দেশ ও জাতি ইসলামের কল্যাণে নিবেদিত এক ব্যক্তিত্বকে হারাল। তার ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতে সুউচ্চ মাক্বাম দান ও শোকাহত পরিবারের সদস্যসহ সবাইকে ছবরে জামিল দান করুন- আমীন।