আল্লাহর জমিনে তার বিধান প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হতে হবে- বাংলাদেশ খেলাফত মজলিস
ঢাকা, ৮ জুলাই’১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ায় কারণে আল্লাহ পাক রমজানের গুরুত্ব ও বরকত বাড়িয়ে দিয়েছেন। মুমিনরা রোজার মাসকে তাকওয়ার মাস হিসেবে গ্রহণ করবে এবং মানুষের ভেতরে আল্লা ভীতি সৃষ্টি করতে হবে। তাহলে মানুষ রোজাকে আমলের মাস হিসেবে গ্রহণ করবে। আমাদের দেশের কিছু ব্যবসায়ীরা রমজানকে বানিজ্যের মাস হিসেবে গ্রহণ করেছেন। যার কারণে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিমাত্রায় বৃদ্ধি করে মানুষকে ভোগান্তি করছে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজানে অধিক সওয়াবের আশায় ন্যায্যমুল্যে জিনিসপত্র বিক্রি করুন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখলে মনে হয়, দেশে কোনো সরকার নেই। প্রচলিত পদ্ধতিতে মানুষের মুক্তি সম্ভব নয়। প্রয়োজন আল্লাহর জমিনে তার বিধান প্রতিষ্ঠার সংগ্রাম ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হওয়া।
তিনি মঙ্গলবার বিকেল ৫ টায় বাংলাদেশ খেলাফত মজলিস পল্টন থানার উদ্যোগে পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
পল্টন থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল করীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা। আরো উপস্থিত ছিলেন, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা রুহুল আমীন ইউসূফ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, সহ-বায়তুলমাল সম্পাদক হাফেজ শামসুল আলম, নির্বাহী সদস্য এসএম আল জোবায়ের, পল্টন থানা সাংগঠনিক মাওলানা মোস্তাক আহমদ, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাহাদী হাসান, প্রচার সম্পাদক মুহাম্মদ ফজলুল হক, সদস্য মাওলানা শফিকুল ইসলাম ও মুহাম্মদ এনায়েত হোসেন প্রমূখ।
সাম্প্রতিক মন্তব্য