ইসির লজ্জা থাকলে তিনসিটি নির্বাচনের পর মিডিয়ার সামনে কথা বলতো না: বাংলাদেশ খেলাফত মজলিস

আজ ২৯ এপ্রিল’১৫ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক যুক্তবিবৃতি বলেছেন,গতকাল তিন সিটিতে নির্বাচনের নামে ভোট জাল,ডাকাতি,চিনতাই ও সন্ত্রাসসহ যা কিছু দেশের জনগণ পত্যক্ষ করেছে তার দায় দায়িত্ব সরকার,নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। বর্তমান ইসির লজ্জা থাকলে গতকালের নির্বাচনের পর তারা মিডিয়ার সামনে কথা বলতো না । এ নির্বাচন কমিশন নির্লজ্জ ও বেহায়্ ানির্বাচন যে নজিরবিহীন সুষ্ঠু হয়েছে তার সচিত্র আজকের জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে। দেশের জনগনের করের টাকা দিয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত হচ্ছে অথচ তাদের আচরণ দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। একদিন তাদেরকেও জনতার আদালতে এর জবাব দিতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে যেভাবে ভোট কেন্দ্র দখল,সরকার বিরোধী সকল প্রার্থীদের এজেন্টদের ঢুকতে না দেয়া এবং মারপিট করে কেন্দ্র থেকে বের করে দিয়ে জনগনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করার মানে বোকার স্বর্গে বাস করার নামান্তর। দেশের এতো অর্থ খরচ করে প্রহসনের এ নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। বরং সরকার দলীয লোকদের মেয়র ঘোষণা দিলেই চলতো এবং দেশের কোটি কোটি টাকা বেচে যেত। সরকার গণতন্ত্রের নামে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে খেলাফত ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে।