ইসি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে -মাওলানা কোরবান আলী কাসেমী
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী কাসেমী বলেছেন, ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সরকার দলীয় প্রার্থীদের লোকজন বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শণ করছে এমনকি নমিনেশন দিতেও বাধা দিচ্ছে। ইসির কাছে অভিযোগ করেও তার কোনো সমাধান পাচ্ছে না। ইসি মানুষের অধিকারের দিকে না তাকিয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। ইসিকে এমন পরিস্থিতিতে কঠোর ভ’মিকা নিতে হবে যাতে সকল প্রার্থী নির্বিঘেœ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। অন্যথায় পদত্যাগ করুন। আজ দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলার মজলিসে শুরার বৈঠক স্থানীয় মসজিদে মাওলানা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
অনুষ্ঠিত শুরায় মাওলানা আফসার উদ্দীনকে সভাপতি, মাওলানা শাহ আলমকে নির্বাহী সভাপতি ও মাওলানা কফিল উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ২০১৫-১৬ সেশনের জন্য কক্সবাজার জেলার কমিটি পূর্ণগঠিত হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা খায়রুল বাশার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নুর আবেদীন, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা জুলফিকার, নির্বাহী সদস্য মাওলানা হারেস, মাওলানা মুদ্দাসির, মাওলানা আব্দুল খালেক।
সাম্প্রতিক মন্তব্য