এভাবে দেশ চালালে জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে

ঢাকা, ১১ মে, ২০১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দেশের জনগণ জানতে চায় সরকারের এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে সারা দেশে গুম, হত্যা ও অপহরণ হয়। যারা গুম, হত্যা ও অপহরণের সাথে জড়িত তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। যাতে কেউ এধরনের ঘটনা আর ঘটনাতে না পারে। এভাবে দেশ চালালে জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। সকল অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।

তিনি হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর রোগমুক্তি কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আজ সকাল আটটায় মিরপুরস্থ স্থানীয় মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর ও দারুস সালাম থানা শাখার দায়িত্বশীলদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আগামী ১৬ মে গুম, হত্যা ও অপহরণ বন্ধের দাবীতে দেশব্যাপী মানবন্ধন কর্মসূচী পালন করার আহ্বান জানান।

মিরপুর থানার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর, সেক্রেটারী মাওলানা এনামুল হক মূসা, দারুস সালাম থানার সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ, মিরপুর থানা সেক্রেটারী  মাওলানা আব্দুল্লাহ নাটোরী, দারুস সালাম থানা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ প্রমূখ।