কুরআনী শিক্ষার স্বাতন্ত্রতাকে বজায় রাখতে আলেম ওলামা ও তাওহিদী জনতা রাজপথে নামবে-মাওলানা মাহফুজুল হক

ঢাকা, ১২ মে ২০১৪ ইং : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম আফজাল হাফেজী মাদরাসার পাঠক্রম সরকার নির্ধারণ করবে মর্মে একটি পরিকল্পনা প্রধানমন্ত্রীর দফতরে জমা দিয়েছেন। জনগনের প্রশ্ন ডিজি কোনো মাদরাসা পড়–য়া না হয়ে কেন মাদরাসার শিক্ষার ব্যাপারে তার এত পরিকল্পনা। অতীতে ও তার ইসলাম বিরোধী কর্মকান্ড জাতির সামনে প্রকাশ হয়েছে। সরকার যদি তার পরিকল্পনা আমলে নেয়। তাহলে সরকারের জন্য আরেকটি ভূল পদক্ষেপ হবে। সারাদেশের ঈমান প্রিয় তাওহিদী জনতা তাদের এই ইসলাম বিদ্বেষী সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখান করবে। প্রয়োজনে কুরআনী শিক্ষার স্বাতন্ত্রতাকে বজায় রাখতে  আলেম-ওলামা ও তাওহিদী জনতা রাজপথে নামবে।

তিনি আরো বলেন, মানুষ প্রতিটি মুহুর্তে দুশ্চিন্তায় আছে কখন আবার কে কোথায় গুম, হত্যা, অপহরণ হয়ে যায়। সারাদেশে এখনও গুম, হত্যা ও অপহরণ বন্ধ হয় নাই। এ ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে জাতিকে আশস্ত করতে হবে যে, গুম, হত্যা ও অপহরণের মতো জঘন্যতম ঘটনা আর ঘটবে না।

তিনি আগামী ১৬ মে শুক্রবার সারাদেশ ব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে ঢাকায় সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গুম, হত্যা ও অপহরণ বন্ধের দাবীতে মানববন্ধন ও আগামী ২০ মে মঙ্গলবার ৯ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগরীর কর্মী সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আজ পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা  আতাউল্লাহ আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগরী সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মমিন, মাওলানা রুহুল আমীন ইউসূফ, মাওলানা আতিক উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ আজিজী।

এদিকে আজ সকাল দশটায় বাংলাদেশ খেলাফত মজলিস কেরানীগঞ্জ থানার উদ্যোগে থানা সভাপতি মাওলানা আহসান উল্লাহ’র সভাপতিত্বে দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান।