কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে দেশে অশান্তি থাকবেনা- মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন,আল্লাহ পাক রাব্বুল আলামীন মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন সৃষ্ট জাতি হিসেবে। সর্বশেষ নবী মুহাম্মদ সা. এর উপর অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কুরআন। এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে রয়েছে মানুষের চলার নীতিমালা। এজন্য আমাদের প্রতিটি শিক্ষা ব্যবস্থায় কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করা আবশ্যক। নিজে কুরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে ও বুঝতে হবে এবং নিজের কোমলমতি শিশুদেরকে কুরআনের শিক্ষা দিতে হবে। তাহলে আগামী প্রজন্ম গড়ে উঠবে নৈতিকতার বলে বলিয়ান হয়ে। কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে দেশে অশান্তি থাকবেনা। তাই প্রতিটি মুসলমানের উচিত কুরআনের নির্দেশিত প্রন্থায় নিজে চলা এবং রাষ্ট্রকে পরিচালিত করার চেষ্টা করা।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি নাগরিক উদ্বেগ ও উৎকন্টার মাঝে দিন যাপন করছে। আজকের রাষ্ট্র ব্যবস্থা এমন জায়গায় গিয়ে পৌচেছে সরকারের মতের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করলে তাকে হয় গুম করা হবে নচেত মামলার খড়ক পোহাতে হবে। এটা কোনো সভ্য দেশের রাজনৈতিক চর্চা হতে পারে না। জোর করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু মানুষের মুখ সাময়িক বন্ধ করা গেলে ও পরিনতি ভালো হয় না। দেশের একটি নাগরিকও যদি গুম,খুন অপহরণের শিকার হয় এর জন্য সরকারই দায়ী। সরকারকে জাতির কাছে জবাব দিতে হবে । সরকারের কর্তব্য হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ সরকার সম্পূর্ণ ব্যথৃতার পরিচয় দিচ্ছে। সরকারের উচিৎ কঠোর প্রদক্ষেপ নিয়ে এজাতিয় হত্যা,গুম,খুন ও অপহরণ বন্ধ করা। নচেত দেশের শৃঙ্খলা সম্পূর্নভাবে বিনিষ্ট হবে। দেশের চলমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিটি মুসলমানের কর্তব্য আল্লাহ দরবারে তাওবা করা ।
তিনি গত ২১ মার্চ শনিবার দুপুরে বৃহত্তর দাউদকান্দি নূরানী বোর্ডের উদ্যোগে গৌরীপুর মাদরাসা মিলনায়তনে এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বোর্ডের সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লদক্ষিণ জেলার সেক্রেটারী মাওলানা আবু ইউসূফ এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বোর্ডের মহাসচিব মাওলানা আহসানুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মাওলানা নজির আহমদ,মাওলানা আবদুল হাই আব্বাসী,মাওলানা নজরুল ইসলাম ফয়েজী,মাওলানা সোলাইমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য