কুরআন নাজিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হলে চলমান হত্যা সন্ত্রাস ও দুর্নীতি দূর হবে : মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, রমজান মাস রাসূল সা. এর উপর পবিত্র কুরআন নাজিলের মাস। কুরআন নাজিলের এমাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজের চলমান হত্যা,সন্ত্রাস ও দুর্নীতি দূর হবে। তিনি বলেন, রমজানকে তাকওয়ার মাস হিসেবে গ্রহণ করে নিজেদের মনের পশুত্বকে দমন করতে হবে। তাহলেই রমজান আমাদের জন্য ফলদায়ক হবে।
চীনের জিনজিয়ান প্রদেশের উইঘুর মুসলমানদের রোজা পালনের উপর নিষেধাজ্ঞা আরোপের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চীনের এ পদক্ষেপ জাতীয়সংগের ধর্মীয় মৌলিক মানবাধিকার সনদের মারাত্বক লঙ্গণ করে মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করা হয়েছে। সেখানকার সংখ্যাগরিষ্ট মুসলিম জনগণের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যে চীনা কর্র্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি জাতীসংঘ ওআইসিকে এ বিষয়ে শক্ত ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আজ বাদ আছর পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস পল্টন থানার উদ্যোগে আয়োজিত আলোচন সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অফিস ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসুফ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রাশীদ। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সহ অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আমানুল্লাহ থানা সহসভাপতি মাওলানা মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ প্রমুখ ।
সাম্প্রতিক মন্তব্য