কোন ধরনের গুজবে কান না দিয়ে সংগঠনের কাজকে এগিয়ে নিতে হবে -বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা, ১৯ এপ্রিল’১৪ ইং : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরী সভা আজ সকাল ১০ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হকের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা যুবাইর আহমদ আনসারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কোরবান আলী, বায়তুল-মাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর প্রমূখ।

সভায় বক্তাগণ বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস হযরত শায়খুল হাদীস রহ. এর নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত  নিরলসভাবে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। এ সংগঠন এখনো হযরত শায়খের আদর্শ লালন করে যথাযথ কর্মসূচী ও কর্মপন্থা অবলম্বন করে কাজ চালিয়ে যাচ্ছে।

তারা বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের গুজবে কান দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন,  বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে সকল বাতিল এবং তাগুতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে  যেতে হবে। যুগে যুগে ইসলামী আন্দোলন ও সংগঠন নানামূখী সংকটের সম্মূখীন হয়েছে। আল্লাহর দ্বীনের সৈনিকেরা নিজেদের জীবনের বিনিময়ে ইসলামের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। তাই কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে যার যার অবস্থান থেকে দায়িত্ব আদায় করতে হবে। এবং আল্লাহর দ্বীন বিজয় হওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।