কোষাঘর থেকে অর্থ চুরি দেশের জন্য অশনি সংকেত : প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান
ঢাকা ১৯ মার্চ ’১৬
বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী বৈঠকে দলের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, দেশের ব্যাংকের টাকা চুরির দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সরকারের কয়েকজন মন্ত্রী একে স্বাভাবিক বলে বিষয়টিকে হালকা করছে। এটি দেশের জন্য অশনি সংকেত। যারাই চুরির সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিভিন্ন জায়গায় সরকার দলীয় প্রার্থীরা অন্য প্রার্থীদের হ্যানস্তা করছে। প্রার্থীরা অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না।
প্রিন্সিপাল হাবীবুর রহমান আরো বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দেশের ইসলাম প্রিয় জনতা যে কোনো কঠোর কর্মসূচী নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। অবিলম্বে রিট আবেদন বাতিল করার দাবী জানান।
আজ বিকেলে দলীয় কার্যালায়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোত্ত কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজীজ, মাওলানা কোরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক ড. জি এম মেহেরুল্লাহ, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য হাফেজ শহীদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা।
সভায় জিদ্দা মহানগর ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আকতার হোসাইন ও মাও. শাহীদুর রহমানের আম্মার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দুআ করা হয়।
সাম্প্রতিক মন্তব্য