খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হব:মাওলানা ইউসুফ আশরাফ

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দেশীয় ও আর্ন্তজাতিকভাবে মুসলিম উম্মাহ এক কঠিন সময় অতিক্রম করছে। ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদেরকে ঈমানী বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় যোগ্য সৈনিক রূপে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাঙ্গালী সংস্কৃতির নামে ভিনদেশী অপসংস্কৃতি আমদানী ও পাঠ্য পুস্তুকে বিধর্মী শব্দ ব্যবহার এবং ইসলাম বিরোধী লেখকদের প্রাধান্য দেওয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ও নতুন প্রজন্মের ধ্যাণ ধারণাকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
ইউসুফ আশরাফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হল দখল টেন্ডারবাজি চাঁদাবজিসহ সকল অপকর্মের মাধ্যমে ছাত্র রাজনীতিকে কুলশিত করা হচ্ছে। এর বিপরীতে ছাত্র মজলিসের কর্মীদেরকে চারিত্রিক মাধুর্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিজেদের শেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। তিনি আরো বলেন, সমাজের সর্বক্ষেত্রে শুধূই অরাজকতা, আইনের শাসন বলতে কিছু অবশিষ্ট,নেই। খেলাফত ব্যবস্থা ব্যতিত জাতির সামনে আর কোন পথ খোলা নেই। তাই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ইসলামী ছাত্র মজলিসের কর্মীদেরকে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।
গত ১ মে পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মুনিরুজ্জামানের পরিচালনায় সকাল ৯.৩০ মিনিট থেকে বিকেল ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় দারসে কুরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,বিষয় ভিত্তিক আলোচনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী নুর মোহাম্মদ আজিজী, সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারী জেনারেল এস.এম.আল যুবায়ের, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, প্রতিনিধি পরিষদ সদস্য মুহাম্মদ রহমত আলী প্রমুখ। দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালায় কর্মসুচীর মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন, বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, মুখস্থকরন, লিখিত পরীক্ষা, শিক্ষার্থীদের বক্তব্য, পুরস্কার বিতরনী,এহতেসাব ও সভাপতির ব্কতব্যের মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্ত হয়।