খেলাফত প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে –হাফেজ মাহমুদুল হক
ঢাকা,৬ নভেম্বর’২০১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক, পৃথিবীর ইতিহাসে যত আন্দোলন সংগ্রাম ও পরিবর্তন সংগঠিত হয়েছে, সকল ক্ষেত্রেই ছাত্র সমাজ সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে আজও এই ছাত্ররাই সকল আন্দোলনের মূল চালিকাশক্তি হিসাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরো বলেন, খেলাফত ব্যবস্থাই হলো পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি সমৃদ্ধি ও কল্যাণময় শাসন ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা আমাদের মাঝে বিদ্যমান নেই বলেই সকল প্রকার খুন, রাহাজানী, হত্যা, ধর্ষণসহ সকল অপকর্ম সংঘটিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে আবার আমাদেরকে খেলাফত শাসন ব্যবস্থা পুণঃউদ্ধারে ঝাপিয়ে পড়তে হবে। এবং খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আজ বিকাল ৪.০০ টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত প্রাক্তন ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুর রহমান হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আমানুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ, হাফেজ সালাহ উদ্দীন, মুহাম্মদ ফয়জুল গণী, সহ প্রশিণ সম্পাদক মাওলানা শামসুল আলম, সহ বায়তুলমাল সম্পাদক হাফেজ সামছুল আলম, সহ প্রচার সম্পাদক মাওলানা আমির আহমদ চকবাজার থানার সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন। প্রাক্তনদের মধ্যে সাবেক কুমিল্লাহ জেলা সভাপতি মাওলানা শরিফুজ্জামান জসিম, সাবেক সদস্য মাওলানা নাঈমুল হক, মুহাম্মদ বায়েজিদ আমিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আজিজুর রহমান হেলাল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা নামাজ, রোজা পালন, দাড়ি রাখলে ও টুপি পড়লে এবং ছাত্রীরা পর্দার বিধান পালন করলে তাদেরকে জঙ্গি বলে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এমনকি হল থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন ৯০% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিয়ে ছাত্রছাত্রীদেরকে ইসলামের নির্দেশ মোতাবেক শরীয়তের কার্যক্রম পালন করার কারণে নির্যাতন ও হয়রানি বন্ধ করুন অন্যথায় পরিণাম ভালো হবে না। ছাত্রছাত্রীরা তাদের ঈমান রক্ষার্থে আন্দোলনে নামতে বাধ্য হবে।
সাম্প্রতিক মন্তব্য