গাজায় মুসলমানদের উপর ইসরাঈলী হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করুন
ঢাকা, ২২ আগস্ট’২০১৪ ইং : আজ শুক্রবার বাদ জুম’আ বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেস কাব থেকে ফিলিস্তিনে গাজায় অবৈধ রাষ্ট্র ইসরাঈল কর্তৃক বর্বর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসার পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিশ্বের একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরাঈল কিছুদিন পরপর ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর হামলা চালায়। সাম্প্রতিককালে প্রায় দুই মাস যাবত জারজ ইসরাঈল গাজায় মুসলমানদের উপর হামলা ও নির্যাতনের চরম স্টিমরোলার চালাচ্ছে। অসংখ্য সাধারণ মুসলমানদের হত্যা করেছে। কিন্তু তথাকথিত মানবাধিকারের ধযাধারী জাতিসংঘ, ও.আ.সি, আরবলীগসহ সকল আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতিবাদ দেখে মনে হয়, তারা প্রতিবাদ না করে তামাশা দেখছে। তিনি বলেন, অবিলম্বে গাজায় মুসলমানদের উপর হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ সরকারকেও এই বর্বর হামলা বন্ধে আরো কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মহানগরী সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ, হাফেজ সালাহ উদ্দীন, সহ-সেক্রেটারী মাওলানা রুহুল আমীন ইউসূফ, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা কামালুদ্দীন ফারুকী, হাফেজ শামসুল আলম প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য