গুম, খুন ও অপহরণের দায়ে আওয়ামী সরকারকে জনতার আদালতে জবাব দিতে হবে- মাওলানা মাহফুজুল হক

ঢাকা, ১৬ মে, ২০১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, আওয়ামী জুলুমবাজ সরকার ক্ষমতায় আসার পর থেকে অভ্যন্তরীণ আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং দিনে দিনে তা সীমা ছাড়িয়ে যাচ্ছে। অতিসম্প্রতি নারায়ণগঞ্জের পেনল মেয়র নজরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট চন্দন সরকারসহ সাতজন অপহরণের পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠায় সারা দেশের জনগণ ক্ষুব্ধ, আতংকিত ও উদ্ভিগ্ন। মানুষের মাঝে চরম ক্ষোভের জন্ম হয়েছে।

photo 2

তিনি বলেন, আজ দেশের ভিতরে সরকারী বাহিনী সরকারের চত্রছায়ায় রাষ্ট্রীয় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দেশের নাগরিকদের জীবনকে আতংকিত করে তুলেছে। মানুষ আজ নির্বিগ্নে চলাচল করতে ভয় পাচ্ছে।

তিনি বলেন, এই পরিস্থিতিকে আর বেশি বাড়তে দেয়া যায় না। তাই এখন সময় এসেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে থাকা অবস্থায়ও এ ধরনের পরিস্থিতি মেনে নেওয়া যায় না।

মুফতি মাহফুজুল হক, সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতি বিলম্বে ঘটিত সকল অহপরণ, গুম ও খুনের বিচার বিভাগীয় তদন্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনমনে স্বস্তির পরিবেশ তৈরি করুন অথবা এর দায় স্বীকার করে পদত্যাগ করুন। অন্যথায় এদেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে।

দেশব্যাপী গুম, খুন ও অপহরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৬ মে বাংলাদেশে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মানববন্ধনে ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা এনামূল হক নূরের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসার পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মহানগর সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ, সহসাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্যাহ, সহসাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার মুজাম্মিল হক, নগর বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, নগর প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. রেজওয়ান হুসাইন, নগর নির্বাহী সদস্য মাওলানা এস. এম. আল জোবায়ের প্রমুখ।

এছাড়াও কেন্দ্র ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ, বি-বাড়ীয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের প্রতিটি সাংগঠিক শাখায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়।