গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি গণবিরোধী -মাওলানা রোজাউল করীম জালালী
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করলে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠবে। ব্যবসা বানিজ্যসহ সকলক্ষেত্রে এর প্রভাব পড়বে। এমনিতে মানুষের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় নেই। সরকারকে গণবিরোধী এ পরিকল্পনা থেকে সরে আসতে হবে। তিনি আরো বলেন, সরকার দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে শিক্ষা প্রণনয়নে নাস্কিদেরকে বসিয়েছে। বিদ্যমান ইসলাম বিরোধী শিক্ষাব্যবস্থা বাতিল ও মুসলিম দেশের নাগরিকদের প্রতি সঙ্গতিপূর্ণ শিক্ষানীতি ও আইন প্রণনয়নের দাবী জানান। দেশের মানুষের নিরাপত্তা নেই। প্রতিদিন খুন খারাবি বেড়েই চলছে। সকল হত্যাকান্ডের বিচার করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
তিনি আজ বিকেলে দলীয় কার্যালায়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোত্ত কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা।
সাম্প্রতিক মন্তব্য