গ্রেফতার ও গুলি করে ইসলামী আন্দোলন দমানো যাবে না–বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা, ২ অক্টোবর’২০১৪ ইং : দেশের বিভিন্ন জায়গায় ঈমানদার তাওহীদি জনতার উপর গুলি ও পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইউসূফ আশরাফ ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন জায়গায় লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও ফাঁসির দাবীতে তৌহিদী জনতা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে সরকারের পুলিশ বাহিনী যেভাবে ঈমানদার মুসলমানদের উপর গুলি করেছে তা মেনে নেয়া যায় না।

গ্রেফতার ও গুলি চালিয়ে ঈমানী আন্দোলন দমানো যাবে না। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করার জন্য সরকারের প্রতি জানান।

সরকারের বাহিনীর উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারাও মুসলমান, আল্লাহ ও নবীর সম্মান রক্ষার্থে ঈমানদারদের আন্দোলনকে সহযোগিতা করুন।