জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং রামপাল প্রকল্প বাতিল করার দাবীতেবাংলাদেশ খেলাফত মজলিসের দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত
ঢাকা ২৮ আগস্ট ’১৬
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দেশ ও ইসলাম বিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদের নামে ইসলামের জিহাদকে কুলষিত করার ষড়যন্ত্র করছে সাম্রাজ্যবাদীরা। অথচ পবিত্র কুরআন ও হাদিসে জিহাদের তাগিদ রয়েছে। কোনো মুসলমান জিহাদকে অস্বিকার ও এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। নামাজ, রোজা যেমন ফরজ তেমনিভাবে সময়ের প্রেক্ষাপটে জিহাদও ফরজ। জঙ্গিবাদের নামে যারা দেশ ও ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে গণসচতেনতা সৃষ্টি করতে হবে। শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করলেই জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ হবে। তা ছাড়া জঙ্গিবাদের গড-ফাদার এবং অর্থ সহায়তাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির আইনের আওতায় আনতে হবে। মাওলানা মাহফুজুল হক আরো বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দেশের পরিবেশকে বিনষ্ট করবে। আর এতে ভারতই বেশি লাভ বান হবে। সুতরাং রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাতিলে সরকারকে বাধ্য করতে হবে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বন্ধ এবং রামপালসহ সকল দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী মানবনন্ধন কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মসূচীর অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরীরর সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূছার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতী নূর মোহাম্মদ আজিজী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামসুল আলম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আমানুল্লাহ নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ প্রমূখ।
কন্দ্রেীয় র্কমসূচরি অংশ হসিবেে নরসিংদী শহরে কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও নরসিংদী জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরীর পরিচালনায় নরসিংদী জেলার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুন নূর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ প্রমূখ।
একই দাবীতে সিলেট জেলার সিটি পয়েন্টে কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম জালালীর সভাপতিত্বে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ-সভাপতি মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ। কুমিল্লা জেলা শহরে পূর্ব জেলা সভাপতি মাওলানা ওয়ালি উল্লাহের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইনের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা বাশারত ভূইয়া, মহানগর সভাপতি মাওলানা সোলাইমান প্রমূখ। নারায়নগঞ্জ জেলার উদ্যোগে জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ এর সভাপতিত্বে ও সিদ্দিরগঞ্জ থানা সভাপতি মাওলানা আসাদুল্লাহ এবং জেলা প্রচার সম্পাদক হাফেজ ওমর ফারুকের পরিচালনায় সিদ্দিরগঞ্জে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন সিদ্দিরগঞ্জ থানা সেক্রেটারী হাবীবুর রহমান হিমেল, আব্বাস বিন জাহিদ, মাওলানা মুনিরুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমূখ। মৌলভীবাজার জেলার মানববন্ধন জেলা সভাপতি মুফতী হাবীবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল মন্নান মিটিপুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান শামীম, মাওলানা মুদ্দাসির, ছাত্র মজলিস জেলা সেক্রেটারী সালাহ উদ্দীন সাকী প্রমূখ।
হবিগঞ্জ শহরে জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আলীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মিরপুরীর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশিকুর রহমান, ছাত্র মজলিসের জেলা সভাপতি মুহাম্মদ হাবীবুর রহমান জালাল প্রমূখ।
এছাড়াও দেশের ভিবিন্ন জেলা শহরে অনুষ্ঠিত মানববন্ধনসমূহে বক্তাগণ উল্লেখিত দাবী সমূহ অবিলম্বে বাস্তবায়নের দাবী জানান।
সাম্প্রতিক মন্তব্য