জাতীয় সংসদ কর্তৃক বিচারপতিদের অভিশংসন বিচারবিভাগের স্বাধীনতা খর্ব করার পায়তারা -প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান

ঢাকা, ১৩ সেপ্টেম্বর’১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, সরকার সম্প্রচার নীতিমালার নামে সংবাদপত্রের কণ্ঠরোধ করা ও জাতীয় সংসদ কর্তৃক বিচারপতিদের অভিশংসনের নামে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার পায়তারাসহ সরকারের যখন যা মনে চাচ্ছে তাই করে যাচ্ছে। জনগণের মতামত পরামর্শ কোনো কিছুরই তোয়াক্কা করছেনা। ক্ষমতার অপব্যবহার করে সাময়িক মসনদ রক্ষা করা গেলেও ফলাফল ভালো বয়ে আনবে না। সরকারে উচিত জনগণের মতামতের মূল্যায়ন করা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে, হত্যা, গুম, খুন, সন্ত্রাস বেড়েই চলেছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশের মানুষ আজ আতঙ্কিত।

তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমনাদের উপর নির্বিচারে হামলা ও হত্যা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের রক্তে মুসলিম জনপদ রঞ্জিত। সাম্রাজ্যবাদের মোকাবেলায় বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন আমরা চালিয়ে যাবো যতই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক না কেন। আল্লাহর জমীনে তার বিধান কায়েম হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আজ বিকেল ৪ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় ইনকিলাব সম্পাদক এমএ বাহাউদ্দীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হয়রানী না করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারীর রোগমুক্তির কামনায় দোয়া করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দীন, নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক, মাওলানা ইউসূফ আশরাফ, মাওলানা ইসমাইল নূরপুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা কুরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল আজিজ, মুহাম্মদ সাহাবুদ্দীন, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা।