জামালপুর ও বগুড়ায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রের উদ্যোগে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ প্রদান

জামালপুর ও বগুড়ায় বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল ২০ আগস্ট’১৬ শনিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নব্বচর ও বগুড়ার সারিয়াকান্দির মানিকদার গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান এবং আলেম উলামাদেরকে নগদ অর্থ ও পাঞ্জাবীর কাপড়, কয়েকটি মাদরাসা ও মসজিদ সংস্কারের জন্য প্রায় তিন লক্ষাধিক টাকা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নুরপুরী, যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সদস্য হাফেজ শহীদুর রহমান, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, শিক্ষা ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুন নূর, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল বাতেন, জামালপুর জেলা আহবায়ক মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ন আহবায়ক মুফতি মাহফুজুল হক রাকিব, ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা সভাপতি মাওলানা শামসুদ্দীন, কওমী উলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, মাদারগঞ্জ মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা, জামালপুর রেল স্টেশন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহবুবুল হক শাহিন, দলের জেলা যুগ্ন-সদস্য সচিব মুফতি হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা আহবায়ক মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নজরুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম এছাড়া স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।