জাহিলিয়্যাতের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের কুরআন হাদীসের পাশাপাশি যুগপযোগি জ্ঞান অর্জন করতে হবে

ঢাকা, ১১ এপ্রিল’১৪ ইং : বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক বলেছেন, প্রচলিত সমাজ ব্যবস্থা ভেঙ্গে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাহিলিয়্যাতের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের কুরআন হাদীসের পাশাপাশি যুগপযোগী জ্ঞান অর্জন করতে হবে। তিনি আরও বলেন, তিস্তা নদীতে পানির ব্যাপারে সরকার এখনও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এতে দেশের বিশাল একটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ।

তিনি আজ বিকেল ৪ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ মজলিসে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমানের পরিচালনায় এতে দারসে কুরআন পেশ করেন নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান। বিষয় ভিত্ত্বিক আলোচনা করেন, নায়েবে আমীর মাওলানা ইউসূফ আশরাফ ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কুরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর প্রমূখ।

প্রশিক্ষণে দারসে কোরআন, বিষয় ভিত্ত্বিক আলোচনা, মুহাসাবা কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।