জীবনের সকল ক্ষেত্রে মহানবী সা:এর আদর্শ অনুসরণ করতে হবে : মাওলানা ইসমাইল নুরপুরী
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরী বলেছেন, ব্যাক্তিগত, সামাজিক, রাষ্ট্রিয়, অর্থনৈতিক তথা জীবনের সকল ক্ষেত্রে মহানবী সা: এর আদর্শ অনুসরণ করতে হবে। অন্য কারো আদর্শের কথা বলা মানেই মানুষকে বিভ্রান্ত করা। দেশে ইসলাম ও রাসুল সা: এর আদর্শের বিরোদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি আরো বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত্রতত্র মূত্রত্যাগ বন্ধের লক্ষ্যে আরবী ভাষা ব্যবহার করা ইসলামের সাথে উপহাসের শামিল। মানুষের নৈতিকতাবোধ জাগ্রত করতে না পারলে এভাবে শুধু আরবী ভাষা লিখে মুত্রত্যাগ বন্ধ করা যাবেনা। বরং আরো অধিক পরিমাণে টয়লেট নির্মাণ করলে এটা হয়তো কিছুটা নিয়ন্ত্রন হতে পারে।
তিনি গতকাল ১১ মে’১৫ বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলার শিবপুর উপজেলা শাখার প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবদুল বাসেদ কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় অফিস ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। প্রশিক্ষণ প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবদুন নুর, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, রায়পুরা পুর্ব থানা সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম। জেলা সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াছ শেরপুরী, ছাত্র মজলিস ঢাকা মহানগর সদস্য সচিব মুহাম্মদ আমানুল্লাহ। উপজেলা সহ-সভাপতি হাজ্বী আবদুল আজিজ মোঘল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ রাসেল, প্রচার সম্পাদক মাওলানা হারিসুল হক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ আরমান উল্লাহ প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য