ড. মাহবুবুল্লাহ এর উপর হামলাকারীদের গ্রেফতার করুন
ঢাকা, ১৪ সেপ্টেম্বর’২০১৪ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাহবুবুল্লাহ এর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীভুর রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেছেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ সরকারের হাত থেকে দেশের শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, আলেম-ওলামা কেউই রেহাই পাচ্ছে না। দেশের উল্লেখযোগ্য স্থান হাইকোর্ট প্রাঙ্গনে কীভাবে ড. মাহবুবুল্লাহকে সন্ত্রাসীরা আক্রমন করে! তা বোধগম্য নয়। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করলেই তার কণ্ঠকে স্তব্ধ করে দিতে হবে এটা কোন ধরনের স্বাধীনতা!
অবিলম্বে ড. মাহবুবুল্লাহ এর উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাম্প্রতিক মন্তব্য