ঢাকা বিশ্ববিদ্যালয়কে নাস্তিকদের আস্তানায় পরিণত করতে দেওয়া হবে না – কেন্দ্রীয় সভাপতি : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস

ঢাকা,৮ নভেম্বর’২০১৪ : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছে কুরআন-হাদীসের বই পুস্তক পাওয়া গেলে এমনকি যারা ইসলামের অনুশাসন মেনে চলার জন্য চেষ্টা করে তাদেরকে জঙ্গী বানিয়ে দিয়ে নির্যাতন, হয়রানি ও গ্রেফতার করছে। সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশে মুসলমানদের বিধান পালন করার কারণে এ ধরনের অত্যাচার নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশেষ করে ঢাবিতে যে ঘটনা ঘটেছে তাতে বুঝা যাচ্ছে সরকারের ছত্র ছায়ায় কতিপয় ছাত্র ছাত্রীরা ঢাবিকে নাস্তিকদের আস্তানায় পরিণত করতে চায়। ছাত্র জনতা তাদের এই চাওয়ার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

তিনি গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী ও নোয়াখালী জেলা শাখার পৃথক পৃথক প্রাক্তন ও সুধী মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেনী ও নোয়াখালী জেলায় পৃথক পৃথক মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম মামুন, মাওলানা মনির হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুর রহীম, মাওলানা নজরুল ইসলাম, মুহাম্মদ রুবেল, মাওলানা শফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার সাবেক সভাপতি মুহাম্মদ রেজওয়ান হোসাইন ও নোয়াখালী জেলা সভাপতি মুহাম্মদ আশরাফুল আলম নাজিম।