দেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে একটি স্বার্থান্ব্যেষী মহল জাতিকে বিভক্ত করে রাখছে- মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার আদায়ের দাবীতে জুলুমবাজদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করে। অথচ স্বাধীনতার ৪৪ বছর পরও মানুষ তাদের মৌলিক অধিকারসমূহ এমনকি ভোটের অধিকার থেকেও বঞ্চিত। স্বাধীনতা আজ বন্ধি। শুধু তাই নয় ক্ষমতার পালাবদেলের সাথে সাথে স্বাধীনতার ইতিহাসও পাল্টে যায়। এ কারণে নতুন প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, স্বাধীনতা উত্তর দেশের উন্নয়নের জন্য প্রয়োজন ছিল ঐক্য। অথচ দেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে একটি স্বার্থান্ব্যেষী মহল জাতীকে বিভক্ত করে রাখছে এবং স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধেও দাঁড় করাচ্ছে। এটা ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে গভীর চক্রান্ত। তাই ইসলাম ও স্বাধীনতা রক্ষায় ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে। এবং ‘আল্লাহর জমীনে তার বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে’।
তিনি গতকাল দুপুরে দলীয় অফিসে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর স্বাধীনতা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন আহমদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মহানগর সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ, মুহাম্মদ ফয়জুল গণী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ। সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা আনোয়ার হোসেন রাজী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, মহানগর বায়তুল মাল সম্পাদক, মাওলানা আসাদুল্লাহ সাদী, সহ-বায়তুলমাল সম্পাদক হাফেজ শামসুল আলম, মাওলানা শামসুল আলম, হাফেজ আব্দুল ওয়াজেদ, মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য