নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে : মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, সিটি নির্বাচনের প্রচরণার সময় সরকার দলীয় সন্ত্রাসীরা দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর উপর যেভাবে হামলা করেছে তা দেশের জন্য অশনি সংকেত। নির্বাচন কমিশন প্রতিটি প্রার্থীর প্রচারনাকালে যাতে কোনো ধরণের অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া দরকার। নির্বাচনের পুর্ব মুহ’র্তে এধরণের মারমুখি মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মানুষ ভাবছে শেষ পর্যন্ত তারা তাদের ভোটের অধিকার হারাবে। নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন এবং ভোট দানের নিশ্চয়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। দেশটাতো মগের মুল্লুক হয়ে যায়নি যার মনে যেমন চায় তেমন করবে।। দেশের জনগনের স্বার্থে নির্বাচনের সময় সেনা বাহিনীকে যথার্থক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে যাতে মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে। আর যারা সাবেক প্রধানমন্ত্রীর উপর হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নিরপেক্ষতার প্রমান দিন। তিনি আরো বলেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের বক্তব্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মত হলে দেশ গভীর সংকটে পতিত হবে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোনো দলের নয় বরং দেশের সকল জনগনের। জনগণের স্বার্থে কথা বলুন ও কাজ করুন। প্রচলিত সকল সংকট থেকে মুক্তি পেতে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান চালুর আহবান জানান।
তিনি গতকাল ২৩ এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস নারায়নগঞ্জ শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহর সভাপতি শায়খুল হাদীস মাওলানা মহিব্বুল্লাহ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান,ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রাশীদ,শহর সহসভাপতি মাওলানা শামীম,সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ,মাওলানা ওমর ফারুক,মাওলানা এমদাদুল্লাহ,মাওলানা আসাদ, মাওলানা মীর আহমদ প্রমূখ।
সাম্প্রতিক মন্তব্য