নড়াইলের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র : বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, নড়াইলের লোহাগড়ায় কলেজ ছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী সা.কে অবমাননা করার অনেক পরে তাওহিদী জনতা বাদ জুমআ শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। বাদ আছর সংখ্রালঘুদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে এটা খুব বর্বরচিত ও নিন্দনীয়। প্রশাসন যদি আকাশ সাহাকে আরও আগে গ্রেফতার করতো তাহলে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার পরিবেশ পেতো না। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ বসবাস করছে। বাংলাদেশের সুনামক্ষুন্ন ও প্রশ্নবিদ্ধ করতেই নড়াইলের ঘটনা ঘটানো হয়েছে। ইসলাম এধরণের কর্মকান্ড সমর্থন করে না। সুতরাং কারা নড়াইলের এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করে তাদের এমন শাস্তি দিতে হবে যাতে এধরণের ঘটনা ঘটানোর সাহসও করতে না পারে । কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নড়াইলের কলেজ ছাত্র মহানবী সা.কে নিয়ে কুটুক্তি ও হিন্দুদের বাড়ি-ঘরে হামলা একই সূত্রে গাঁথা।তিনি বলেন, আমরা লক্ষ্য করছি কয়েক দিন পর পর হিন্দু সম্প্রদায়ের থেকে কেউ কেউ মহানবী সা. ও ইসলামের বিরুদ্ধে কুটুক্তি করে যাচ্ছে,এটা কোনো ষড়যন্ত্র কিনা তা ক্ষতিয়ে দেখতে হবে। নড়াইলের কলেজ ছাত্র আকাশ সাহাকে কঠোর শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ এধরনের কটুক্তি করার সাহস না পায়।
তিনি বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ। তিনি স্বাভাবিক চলা-ফেরা করতে পারে না। সুতরাং মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেম ও ইসলামী নেতা কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যা ও প্রচন্ড গরমে মানুষের কষ্ট হচ্ছে। এটা আমাদের উপর আল্লাহর পরীক্ষা। আল্লাহর দরবারে সরকারসহ সকল মানুষকে তাওবা ইস্তেগফার করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশে লোডশেডিং এ মানুষ অতিষ্ট। এখনো অফিস আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় হচ্ছে। বিদ্যুৎ অপচয় রোধে সরকারকে আরো কঠোর ভূমিকা নিতে হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান্ আলী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।