ফিলিস্তিনের মুসলানদের রক্ষা করার জন্য আমাদের আল্লাহর দিকে রুজু হওয়া দরকার
ঢাকা ১৮ জুলাই, ২০১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেন, ইহুদী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের উপর যে ন্যাক্কারজনক নগ্ন হামলা করছে এর মোকাবিলা করার জন্য আমাদের সকলকে আল্লাহর দিকে রুজু হওয়া দরকার। আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করা দরকার। এ বিপদের মুহুর্তে আল্লাহকে স্মরণ করা দরকার।
তিনি আরো বলেন আজ বিশ্ব সভ্যতার দাবীদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের অভিভাবক আমেরিকা মুখে কুলুপ এটে বসে রয়েছেন। এবং ইসরাইলকে মদদ দিচ্ছেন। তাদের মুখে শান্তির বাণী শুধুই ভাওতাবাজী। তিনি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দদের প্রতি আহ্বান করে বলেন, ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের উপরে চাপ প্রয়োগ করুন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলের বর্বর হামলা বন্ধের জন্য দেশব্যাপী দোয়া দিবস পালনে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে দোয়া মাহফিলে দোয়া পূর্ব বক্তৃতায় এ কথা বলেন।
সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, কুফুরী শক্তি সকলেই ইসলামের বিরুদ্ধে এক ও ঐক্যবদ্ধ। তাদের নিকট ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে সহযোগিতা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। বরং বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে চাপ প্রয়োগ করুন।
ঢাকা মহানগরী শাখার যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসূফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, মহানগর বায়তুলমাল সম্পাদক হাফেজ শামসুল আলম, মাওলানা নাঈমুল হক, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আনিসুর রহমান প্রমূখ।
কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদি, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাম্প্রতিক মন্তব্য