ফিলিস্তিনে গাজায় হামলা বন্ধে ইসরাইলকে চাপ দিতে জাতিসংঘ, ওআইসি ও আরব লীগের প্রতি আহ্বান
ঢাকা, ১৫ জুলাই’১৪ : গাজায় ইসরাইলের নির্বিচার হামলা ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসূফ আশরাফ। আজ সকাল এগারটায় জাতীয় প্রেস কাবের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এনামূল হক মূসার সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে ইসরাইলকে চাপ দিতে জাতিসংঘ, ওআইসি ও আরবলীগের প্রতি আহ্বান জানান তিনি।
উক্ত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, গাজায় ইসরাইলের যে হামলা চলছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। আজকে ফিলিস্তিনে মুসলমান ভাইবোন ও শিশুদের উপর যে নির্যাতন আর নিপীড়ন চলছে তা অনতি বিলম্বে বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান। ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। যার কোনো ভূখন্ড নেই পৃথিবীতে। ফিলিস্তিনের একেকটি অঞ্চল দখল করে অসহায় ফিলিস্তিনিদের হত্যা করে তারা অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করার দুর স্বপ্ন দেখছে। পৃথিবীর দেড়শ কোটি মুসলমান বেঁচে থাকতে ইসরাইলের এই দুর স্বপ্ন বাস্তবায়ন হবে না।
মানববন্ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ আজিজী, সহ-বায়তুলমাল সম্পাদক হাফেজ শামসুল আলম, নির্বাহী সদস্য হাজী আকরামুল্লাহ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আলাউদ্দীন প্রমূখ।
সাম্প্রতিক মন্তব্য