বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আয়োজনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত
আজ পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, বোখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শায়খুল হাদীস দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যে ভূমিকা রেখেছিলেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপোষহীন হওয়ার কারণে ক্ষমতাসীন সবদল তাকে জেল-জুলুম দিয়ে নির্যাতন করেছে। তার দৃঢ়তার কারণে ইসলাম বিরোধী শক্তি তাদের তৎপরতা বন্ধ করতে বাধ্য হয়েছে। তারই নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভারতের বাবরী মসজিদ অভিমুখে লংমার্চ করেছে। দেশের এই কঠিন মুহূর্তে শায়খুল হাদীসের মত একজন সাহসী ও দৃঢ়তা সম্পন্ন নেতার প্রয়োজনীয়তা অনুভব করছে জনগণ।
বক্তারা বলেন, শায়খুল হাদীসের আহ্বান ছিলো কুরআন নাজিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে এবং নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তা আরো বলেন, যাতে লতিফ সিদ্দিকী ও আগা চৌধুরীর মতো আর কোনো মুরতাদ সৃষ্টি না হয়। আগা চৌধুরীকে বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা আল্লাহ-রাসূল সা. ও সাহাবায়ে কেরাম এবং ইসলামের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার কারণে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে তার জিহবা কেটে দিবে মুসলমানরা।
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ হারুনুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মুনিরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আরো বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ড. জিএম মেহেরুল্লাহ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহীম সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, সহ-প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আমানুল্লাহ, ছাত্র মজলিসের সাবেক ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মাওলানা আব্দুল কাদের আল-আমিন প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য