বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা অধিবেশন সমাপ্ত : প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান আমীর ও মাওলানা মাহফুজুল হক মহাসচিব পুনঃ নির্বাচিত

আজ ১৮ এপ্রিল শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরার ২০১৩-১৪ সেশনের শেষ অধিবেশন আমীরে মজলিস প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনে ২০১৫-১৬ সেশনের জন্য প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানকে আমীর, মাওলানা ইসমাঈল নুরপুরী, হাফেজ মাহমুদুল হক, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী,মাওলানা রেজাউল করীম জালালীকে নায়েবে আমীর, মাওলানা মাহফুজুল হককে মহাসচিব,মাওলানা মামুনুল হক,মাওলানা জালালুদ্দীন আহমদকে যুগ্নমহাসচিব, মাওলানা আবু সাঈদ নোমান,মাওলানা কোরবান আলী,মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজকে সাংগঠনিক সম্পাদক,মাওলানা আতাউল্লাহ আমীনকে বায়তুলমাল সম্পাদক, মাওলানা আজিজুর রহমান হেলালকে প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক,ড. জি এম মেহেরুল্লাহকে প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল হককে সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমানকে আর্ন্তজাতিক সম্পাদক, প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ,মাওলানা কেফায়েতুল্লাহ,মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ সাহাবুদ্দিন, মুফতী হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। নবনির্বাচিত আমীরে মজলিস সভাপতির বক্তব্যে বলেন দেশে চরম ধরণের বেহায়াপনা ও অশ্লীলতা চলছে। মুসলমানদের আনন্দের জন্য দুই ঈদই যথেষ্ট। পহেলা বৈশাখ মুসলমানদের কোনো উৎসব হতে পারে না বরং এগুলো বিজাতী সাংস্কৃতি ছাড়া কিছুই না । যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় নারীদের ইজ্জত সন্মান হানি করেছে তারা দেশ জাতি ও ইসলামের শত্রু এদের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে। তিনি হযরত ওমর রা. এর শাসন ব্যবস্থার দৃষ্টান্ত তুলে ধরে দেশের প্রতিটি নাগরিককে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। অধিবেশনে নিম্মোক্ত প্রস্তাব সমুহ গৃহীত হয়। ইসলাম ও মহানবী সা.এর বিরুদ্ধে কুটক্তিকারীদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তির বিধান জাতীয় সংসদে পাশ,রাষ্ট্রীয়ভাবে খেলাফত ব্রবস্থা প্রতিষ্ঠা করা,খুন গুম,হত্যা বন্ধ করা,বিরোধী মতের লোকদের উপর হামলা মামলা বন্ধ, কওমী মাদরাসা বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় অর্থমন্ত্রীর অপসারণ,পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী বক্তব্য প্রত্যাহার, সংখ্যাবিক্যের ভিত্তিতে স্কুলসমূহে মুসলিম শিক্ষক নিয়োগ, বাংঙালী সংস্কৃতিক নামে হিন্দুয়ানী সাংস্কৃতি বন্ধ, ভারতে মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ভোটাকাধিকার হরণের অপচেষ্টা বন্ধ।

অধিবেশনে সংগঠনের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা নেজাম উদ্দিন রহ., মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা খলীলুর রহমান রাজনগরী রহ., কুমিল্লা পূর্ব জেলা সভাপতি মাওলানা হাকীম ইসহাক রহ., কেন্দ্রীয় শুরার সদস্য হাফেজ মাওলানা কাউসার আহমেদ ও সিলেটের বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা আব্দুল মান্নান রহ. খলীফায়ে মাদানী এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।