বাংলাদেশ খেলাফত মজলিস কাতার শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
গত ১৩ ফেব্রুয়ারি ‘১৬ শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কাতার শাখার (মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের) নতুন কমিটি গঠন উপলক্ষে মজলিসে শূরা অনুষ্ঠিত হয় । উপস্তিত মজলিসে শূরা সদস্যদের গোপন ভোটে ২০১৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ফরিদ আহমদ ফরিদি ও সেক্রেটারী নির্বাচিত হন হাফেজ মাওলানা শাহাদাৎ হসাইন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা বিন ইয়ামিন ও হাফেজ মাওলানা কারি ইউসুফ।অধিবেশনে সভাপতির বক্তব্যে মাওলানা ফরিদ উদ্দিন ফরিদি বলেন, পারস্পরিক ভালোবাসা মোহাব্বতের বন্ধনে আমাদের আবদ্ধ হতে হবে। সহযোগিতার বিষয়ে সর্বদা সকলকে এগিয়ে আসতে হবে। সাহাবায়ে কেরামদের গুনে নিজেকে প্রকাশ করতে হবে। রাসুলের আদর্শ অনুকরণের মাধ্যমেই আমরা সংগঠনের কাজকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবো। এ সময় তিনি হালাল কামাইয়ের সাথে বাংলাদেশের বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং বিশ্বের মুসলিমদের অবস্থা পর্যবেক্ষণের সাথে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন। সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুশাহিদুর রাহমান বলেন, নেতৃত্ব নির্বাচন করে নেতৃত্বের আনুগত্য না করলে ইহুদিদের মত হয়ে যাবে । ইহুদিদের কথা হতো সামেনা ও আছইনা। আর মুমিনের কথা হয় সামেনা ও আতানা। কাজেই নেতৃত্বের আনুগত্য করলেই নির্বাচনে নেতৃত্ব নির্ধারণ করার যথাযথ মূল্যায়ন হবে। তা ছাড়া নেতৃত্ব কোন পদ নয়, নেতৃত্ব জটিল দায়িত্বপূর্ণ ও জবাবদিহিতার বিষয়। দুনিয়ার আদালতে জবাবদিহিতার চাইতে আল্লাহর দরবারে জবাব দেহিতা অনেক ভয়াবহ এবং ভয়ংকর। তবে মনে রাখতে হবে সাংগঠনিক শক্তি অর্জনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। হুজুর সা. বদরের যুদ্ধে রাতে কান্না করেছেন ফলে ফেরেশতাদের দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। আমাদের ও আল্লাহর সাথে যত সম্পর্ক বেশি হবে তত আল্লাহর সাহায্য আসবে। এভাবেই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের পথ সহজ হবে। শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা শাহাদাৎ হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বারি, হাফেজ মাওলানা হারুনুর রশীদ, হাফেজ মাওলানা মুফতি ইউসুফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা তাজুদ্দিন, প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য