বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা কমিটি গঠিত

গতকাল ১৭ মার্চ ‘১৬ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদাহ জেলা শাখার মজলিসে শূরা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
শূরায় মাওলানা আবুল হাসানকে সভাপতি ও মাওলানা কামরুজ্জামানকে সাধারণ সম্পাদ করে ২০১৫-১৬ সেশনের জন্য ঝিনাদহ জেলা কমিটি পূর্ণগঠন করা হয়। জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাওলানা উসমান গনি, মাওলানা শামসুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আসআদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা সেলিম আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ আলমগীর, সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা আনিছুর রহমান, মুহাম্মদ জিয়াউর রহমান।