বাংলাদেশ খেলাফত মজলিস থেকে দলত্যাগীদের তালিকায় আমাদের নাম দেখে বিষ্মিত হয়েছি – মাওলানা আনসারী ও কাসেমী

ঢাকা, ১৯ এপ্রিল, শনিবার : বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী ও  অপর নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী এক যৌথ বিবৃতিতে বলেছেন, আজ দৈনিক ‘আমাদের সময়’ নামক পত্রিকায় বাংলাদেশ খেলাফত মজলিস থেকে জমিয়তে উলামায়ে ইসলামে যোগদান বিষয়ক একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে দলত্যাগীদের তালিকায় আমাদের নাম দেখে যারপরনাই বিষ্মিত হয়েছি।

এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমরা উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর আদর্শে অনুপ্রাণীত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সম্পৃক্ত হয়েছি। আমরা মনে করি, বাংলাদেশ খেলাফত মজলিস এখনো হযরত শাইখুল হাদীস রহ. এর আদর্শেই পরিচালিত হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে দলত্যাগ করতে হবে।

নেতৃদ্বয় পত্রিকা কর্তৃপক্ষকে যে কোনো নিউজ করার আগে তা যাচাই বাছাই করে করার জন্য আহ্বান জানান।