বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মরহুম মুফতী মিজানুর রহমান আহাদীর রুহের মাগফিরাত কামনায় দুআ মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মুফতী মিজানুর রহমান আহাদী (৫২) বাংলাদেশ গতকাল ৭.৩০ মিনিটে রিয়াদস্থ রওদার নিজ বাসায় ইন্তেকাল করেন।। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। গতকাল বাদ আসর পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। দুয়া মাহফিলে নেতৃবৃন্ধ বলেন, মুফতি মিজানুর রহমান ইসলাম ও মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভ’মিকা রেখেছেন। দুআ মাহফিলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, অফিস ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মুমিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামসুল আলম, পল্টন থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর, মাওলানা মোতাহের হোসেন প্রমুখ। মরহুমের মৃত্যুতে দলের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ হারুনুর রশীদ ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মুনিরুজ্জামান।
সাম্প্রতিক মন্তব্য