বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মুফতী মিজানুর রহমান আহাদীর ইন্তেকালে আমীর ও মহাসচিবের শোক প্রকাশ

বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ শাখার সাধারণ সম্পাদক মুফতী মিজানুর রহমান আহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন দলের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আজ এক শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মুফতী মিজানুর রহমান মৃত্যুর আগপর্যন্ত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের ডাকে সাড়াদিয়ে খেলাফত প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন একজন নিবেদীত নেতাকে হারালো। যা অপূরণীয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।