বার্মিংহামে তরুণ আলেমদের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দান
বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বার্মিংহামের তরুণ আলেম মাওলানা আহসান হাবীবের নেতৃত্বে বেশ কজন তরুন আলেম ও হাফিজে ক্বোরআন সদস্য ফরম পূরণ করার মাধ্যমে গতকাল ২১ ফেব্রুয়ারি ‘১৬ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দান করেছেন। এসময় সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক যোগ দান কারিদের হাতে সংগঠনের বার্ষিক ক্যালেন্ডার,মজলিস সংবাদ সহ সংগঠনের বিভিন্ন প্রকাশনা তুলে দেন। যোগ দান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা শায়েখ মাওলানা আব্দুল আজিজ,উপদেষ্টা মাওলানা শামসুদ্দীন,সহ-সভাপতি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন,আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,হাফেজ মাওলানা সালেহ আহমদ,সহ-সাধারণ মুফতী ছালেহ আহমদ, ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মাওলানা খালিদ আহমদ,হাফিজ মনছুর আহমদ রাজা,বার্মিংহাম শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন,মিডল্যান্ড শাখার সেক্রেটারী মাওলানা মুহিবুর রহমান মাছুম,আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়াহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যোগ দান কারি মাওলানা আহসান হাবীবের তার বক্তব্যে বলেছেন,আল্লাহ জমিনে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করতে আলেম-উলামাদের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আমৃত্যু কাজ করে যেতে চাই ।
সাম্প্রতিক মন্তব্য