বিজিবি সদস্য অপহরণ ও অসভ্য আচরণে আর্ন্তজাতিক আইন লঙ্গিত হয়েছে : বাংলাদেশ খেলাফত মজলিস
মিয়ানমানের বিজিপি কর্তৃক নায়েক আবদুল রাজ্জাকের অপহরণের নিন্দা জানিয়ে আজ এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মিয়ানমার সীমান্ত রক্ষীরা বাংলাদেশের সীমানায় ঢুকে জোর করে বাংলাদেশের সমুদ্র সীমানায় পাহারারত বিজিবি সদস্য নায়েক আবদুল রাজ্জাককে অপহরণ করে নিয়ে গেছে,একজনকে গুলি করে আহত করেছে। তারপর তারা নায়েকের সাথে অসভ্য আচরণ করেছে । অপহরণ ও অসভ্য আচরণ করে তারা আর্ন্তজাতিক আইন লঙ্গন করেছে। তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
নেতৃবৃন্দ আরো বলেন,এ ব্যাপারে পরাষ্ট্রন্ত্রণালয়কে আরো উদোগী হতে হবে প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে গিয়ে তাদের বর্বরচিত আচরণের বিচার ও মুক্তি এবং নায়েকের সাথে আচরণের জন্য মিয়ানমারের বিজিপিকে ক্ষমা চাইতে হবে।
সাম্প্রতিক মন্তব্য