বিভেষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে
ঢাকা, ১৩ মে, ২০১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেছেন, দেশের মানুষ অস্বস্তিতে রয়েছে। মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। গুম, খুন, ও অপহরণ বেড়েই চলেছে। এই বিভেষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আল্লাহর জমিনে তার দ্বীন তথা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে ততোদিন আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
গতকাল বাদ এশা স্থানীয় মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর আগামী ১৬ মে শুক্রবার সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ২০ মে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কর্মী সম্মেলন সফল করার জন্য থানার নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
চকবাজার থানা সভাপতি হাজী আকরাম উল্লাহর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সহ-সভাপতি হাফেজ শহীদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা খন্দকার মুজাম্মিল হক, সহ-প্রচার সম্পাদক মাওলানা আমির আহমেদ, লালবাগ থানার সভাপতি মাওলানা ইমামুদ্দিন, কামরাঙ্গীরচর থানার সভাপতি মাওলানা হাবীবুর রহমান সামদানী, চকবাজার থানার সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন, লালবাগ থানার সেক্রেটারী মাওলানা ফারহান বিল্লাহ, কামরাঙ্গীরচর থানার সেক্রেটারী মাওলানা মঈনূল ইসলাম , মাওলানা আব্দুল হাই, মাওলানা হাবীবুর রহমান, মুহা. জাবেদ হোসেন প্রমূখ।
সাম্প্রতিক মন্তব্য