ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে – বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা, ১২ এপ্রিল’১৪ ইং : বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক বলেছেন, দেশের কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামে বিক্রি করতে পারে এজন্য সরকারকে উদ্যোগী হতে হবে। কৃষক যদি  তাদের ন্যায্য দাম না পায় তাহলে উৎপাদন বন্ধ হয়ে যাবে যা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।

তিনি আরও বলেন, ভারত তিস্তা নদীর পানি না দেয়ার কারণে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা করা হচ্ছে। ভারতের এ আগ্রাসী আচরণের বিরুদ্ধে দেশের সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং সমস্যা সমাধানে পররাষ্ট্রনীতি আরো শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হলে মুসলমানদের উপর অত্যাচার করার কেউ সাহস পাবে না। এবং কৃষক সহ সকল পেশার লোক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সুতরাং আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বেগবান করতে হবে।

আজ সকাল নয়টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক,  সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কুরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নির্বাহী সদস্য ড. জিএম মেহেরুল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর প্রমূখ।