ভারতের কাছে আমাদের পাওনা ভূখন্ড উদ্ধারের জন্য এখনই আন্দোলন করতে হবে – বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা, ২১ এপ্রিল, সোমবার : বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নেজামুদ্দীন ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রামানিয়াম স্বামী কর্তৃক বাংলাদেশের ভূখন্ড দাবী স্বাধীনতার জন্য বড় হুমকি। বাংলাদেশের ন্যায্য ভূখন্ডের একটি বড় অংশ ভারত অন্যায়ভাবে দখল করে রেখেছে। আমাদের ন্যায্য ভূখন্ড উদ্দার করার জন্য দেশের স্বাধীনতাকামী জনতাকে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

নেতৃদ্বয় বিজেপি নেতার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের স্বাধীন দেশের সরকার ও বিরোধী শক্তির পক্ষ থেকে তার কোনো শক্ত প্রতিবাদ না আশায় জাতি চরমভাবে হতাশ হয়েছে। আমাদের ভূখন্ড রক্ষা করতে সরকার যদি ব্যর্থ হয় তাহলে জনগণ নিজেদের জীবনের বিনিময়ে হলেও এ মানচিত্র রক্ষা করবে।

এসময় তারা দেশ প্রেমিক জনতাকে ভারতীয় আগ্রাসন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার প্রতি আহ্বান জানান।