ভালোবাসা দিবসের নামে যুব সমাজকে নষ্ট করা হচ্ছে -মাওলানা রেজাউল করীম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী বলেছেন, বিশ্ব ভালোবাসা দিবসের নামে যুব সমাজকে নষ্ট করা হচ্ছে। ৯০% মুসলমানের দেশে তা পালনের মাধ্যমে দেশের সামাজিক ও নৈতিক শৃঙ্খলা বিনষ্ট করার আয়োজন চলছে। এটা বাঙ্গালীর সংস্কৃতি নয়। ইসলাম একে সমর্থন করে না। ইসলামের নিদের্শ প্রতিটি মুহূর্তে প্রতিটি মুমিন একে অপরকে ভালোবাসবে। তিনি আরো বলেন, এখনো সীমান্তে নিরপরাদ মানুষ হত্যা হচ্ছে অবিলম্বে পরাষ্ট্রমন্ত্রণালয়কে এব্যাপারো আরো উদ্যোগী হতে হবে। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
আজ বিকেল ৫ টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সভায় উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলালা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজীজ, মাওলানা কোরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ড. জি এম মেহেরুল্লাহ, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা।
এদিকে আজ দুপুরে দলীয় কার্যালয়ে মাওলানা ইলিয়াছ আহমদের নেতৃত্বে মাগুরা জেলার বেশ কিছু আলেম ও মাওলানা আবুল হাসানের নেতত্বে জিনাইদাহ জেলার বেশ কিছু আলেম মহাসচিবের হাতে সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দান করেন।