ভুমিকম্পে হতাহতের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের শোক ও সমবেদনা
শনি ও রবিবার দুপুরে প্রচন্ড ভুমিকম্পে বাংলাদেশ ভারত নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানাা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুহজুল হক। আজ ২৬ এপ্রিল প্রদত্ত এক শোক বার্তায় নেপালে অন্তত: দেড় হাজার মানুষ নিহত,হাজার হাজার আহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে সেখানে উদ্ধার ও ত্রান তৎপরতা জোরদারে আন্তর্জাতিক সংস্থা সমুহকে এগিয়ে যাওয়ার আহবান জানান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের আশু আরোগ্য কামনা এবং আহতদের চিকিৎসা সেবা দানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বাংলাদেশকে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করায় আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করেন।
নেতৃবৃন্দ আরো বলেন আল্লাহর আযাব ও গযব থেকে রক্ষা পেতে হলে প্রতিটি মানুষকে তার বিধান মতে চলা ও তার নাফরমানী থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করা এবং অতিতের কৃতভুলভ্রান্তির জন্য সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া।
সাম্প্রতিক মন্তব্য