ভোলা জেলা সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমদ পিন্টুর ইন্তেকালে আমীরে মজলিস ও মহাসচিব এবং ছাত্র মজলিসের শোক প্রকাশ

বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন, ভোলা কালিনাথ বাজার জামে মসজিদের খতিব ও আলী নগর আজিজিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা ওয়ালিউল্লাহ (৬২) আজ ০৩ মে’১৫ সকাল ১০ টায় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুহজুল হক। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা ওয়ালিউল্লাহ ছিলেন দ্বীন প্রতিষ্ঠার এক নির্ভীক সৈনিক। তাঁর মৃতুত্যে ইসলামী আন্দোলন একজন নিবেদিত প্রাণ হারালো। নেতৃবৃন্ধ তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও এক মেয়ে রেখে যান।
পিন্টুর ইন্তেকালে শোক প্রকাশ
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ পিন্টুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুহজুল হক। প্রদত্ত এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, তার মৃত্যতে দেশ একজন রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো। যা জাতীর জন্য অপুরণীয়। নেতৃবৃন্ধ তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইসলামী ছাত্র মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা ওয়ালিউল্লাহ ও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ পিন্টুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ হারুনুর রাশীদ ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ মুনিরুজ্জামান। শোক বার্তায় নেতৃবৃন্ধ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরীবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।