মাওলানা কারী রহমতুল্লাহ এর ইন্তেকালে আমীরে মজলিস ও মহাসচিবের শোক ও সমবেদনা –
বিশিষ্ট আলেম নূরানী শিক্ষা পদ্ধতির অন্যতম আবিস্কারক, নূরানী তালিমুল কুরআন ও জামিআ নূরানীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কারী রহমতুল্লাহ এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, কারী রহমতুল্লাহ নূরানী পদ্ধতির শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে তার অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রয়েছে। তার মৃত্যুতে দেশ একনিষ্ঠ দিনের একজন খাদেমকে হারিয়েছেন যা অপূরনীয়। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাম্প্রতিক মন্তব্য