মাদরাসা ছাত্র শিক্ষক ও ওলামাদের হয়রানি বন্ধ করুন _হাফেজ মাহমুদুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক বলেছেন,বি এন পির যুগ্নমহাসচিব সালাহ উদ্দীনকে গোয়েন্দা বাহিনীর পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার পর অনেকদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান দিতে না পারা আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের একজন সাবেক প্রতিমন্ত্রীকে গুম করার পর পরিস্থিতি এমন হয় তাহলে একজন সাধারণ নাগরিকের অবস্থা কি হবে তা জাতি ভেবে কুল কিনারা পাচ্ছে না। এর দায় স্বীকার করে স্ব-স্ব বাহিনীর প্রধানদের পদত্যাগ করা উচিত। সালাহ উদ্দীনসহ যারাই গুম হয়েছে তাদেরকে অবিলম্বে খুজে বের করতে হবে।
তিনি আরো বলেন,আমাদের কাছে খবর এসেছে বিভিন্ন মাদরাসার ছাত্রদের সন্দেহ করে থানায় নিয়ে গিয়ে তাদেরকে মামলায় জড়িয়ে দেওয়া হয়। আলেম ওলামাদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এগুলো বন্ধ করুন অন্যথায় পরিনতি ভালো হবে না। আলেম ওলামাদের রাজপথে নামতে বাধ্য করলে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। তিনি ২৯ মার্চ পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বলা হয় ঢাকা ও চট্রগ্রাম সিটি নির্বাচনে সকল দল যাতে সমান সুযোগ পায় এজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগন এ নির্বাচন কমিশনকে পত্যাখ্যান করতে বাধ্য হবে।
সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ,মাওলানা ইসমাঈল নূরপুরী,মাওলানা আফজালুর রহমান,মাওলানা খুরশিদ আলম কাসেমী,মহাসচিব মাওলানা মাহফুজুল হক যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন আহমদ,মাওলানা রেজাউল করীম জালালী,মাওলানা কোরবান আলী বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন,প্রশিক্ষন সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক,নির্বাহী সদস্য মাওলানা আবদুল আজিজ,ড.জি এম মেহের্রুলাহ,মুহাম্মদ সাহাবুদ্দীন,ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমূখ।