মাদরাসা শিক্ষা বোর্ডের পাঠ্যবই নিয়ে মাথা ঘামানো ইফা ডিজির কাজ নয়- মহাসচিব

ঢাকা ১৮ মে’১৪ ইং  : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মাদরাসার পাঠ্যবইয়ের বিষয়ে একটি প্রস্তাবনা পেশ করেছেন। এতে মাদরাসা শিক্ষা কার্যক্রম নিয়ে তিনি যেসব প্রতিবেদন উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও মনগড়া।

তিনি ইফা ডিজির উদ্দেশ্যে বলেন, মাদরাসা শিক্ষার পেছনে না লেগে আপনি আপনার দায়িত্ব নিয়েই থাকুন। ইসলামিক ফাউন্ডেশনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করুন। মাদরাসা শিক্ষার পাঠ্যবই নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। এটা আপনার কাজ নয়।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা বোর্ডের প্রথম শ্রেণী থেকে আলীম শ্রেণী পর্যন্ত পাঠ্যবই নিয়ে ইফা ডিজির মনগড়া প্রস্তাবনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদরাসা বোর্ডের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সাথে কোনোরুপ যোগাযোগ ও পরামর্শ না করে যা-ইচ্ছে-তাই প্রতিবেদন তৈরী করে সরকারে কাছে জমা দিয়েছেন। এই প্রতিবেদন আমরা কোনোভাবেই সমর্থন করি না।

তিনি একটি কমিটি গঠনের আহ্বান করে বলেন, এনসিটিবি কর্তৃক প্রকাশিত মাদরাসা বোর্ডের সকল বই ঈমান, আক্বীদা ও দেশের ঐতিহ্য বিরোধী কোনো বক্তব্য আছে কিনা, জঙ্গিবাদ বা সন্ত্রাসকে উসকে দেয়া হয়েছে কিনা, এজন্য মাদরাসার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হোক। ভূল সংশোধনের প্রয়োজন হলে কমিটি প্রস্তাব পেশ করবেন।